সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার

প্রকাশ: মার্চ ২৬, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পাথরে ধাক্কা লেগে মোশারফ হোসেন (৩২) নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন রংপুর সিটি কর্পোরেশনের হারাগাছ থানা বধূ কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।

নিহত মোশারফ হোসেন সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২২সালের এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইন্সট্রাক্টর (কৃষি) পদে যোগ দেন। ৮ দিন আগে তিনি বিয়ে করেছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানানরোববার সকালে রংপুর থেকে ট্রেনযোগে এসে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে নেমে একটি ব্যাটারিচালিত অটোভ্যানযোগে সায়দাবাদের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন।

তিনি জানান, মহাসড়কের যে লেনে কোনো গাড়ি চলে না ভ্যানটি সেই লেন দিয়েই চলছিল। সময় ভ্যানগাড়ির এক্সেলেটর ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। মোশারফ ছিটকে গিয়ে রাস্তার পাশে কাজের জন্য রাখা একটি পাথরের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআইসুপারিনটেনডেন্ট মুকুল হোসেন (অতিরিক্ত দায়িত্বে) জানান, মোশারফ হোসেন গত সপ্তাহে বিয়ে করেছেন। বিয়ের পর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস করেন। বুধবার (২১ মার্চ) ছুটি নিয়ে তিনি বাড়ি চলে যান। রোববার (২৬ মার্চ) ছুটি শেষে তিনি অফিসে ফিরছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫