আগামীকাল সোমবার
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার
তিন ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজ সামনে রেখে আজ রোববার সকালে সংবাদ সম্মেলনে উঠে
এলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)
ও আফিফ হোসেনের বাদ পড়ার ইস্যুটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতি
সমর্থন জানিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, আইপিএল নয়, আগে জাতীয় দল। আর বিশ্রাম
নয়, পারফরম্যান্সের কারণেই আফিফ বাদ পড়েছেন বলেও তিনি পরিষ্কার করে দেন।
আগামী শুক্রবার
শুরু হবে আইপিএলের ১৬তম আসর। এই আসরে
বাংলাদেশের তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছেন।
সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সে, আর দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মুস্তাফিজকে।
কিন্তু তারা শুরু থেকেই হয়তো আইপিএলে যোগ দিতে পারছেন না। কারণ আইরিশদের সঙ্গে সিরিজ
এখনো চলমান। চট্টগ্রামে শুক্রবারই দ্বিতীয় টি২০ ম্যাচ, ৩১ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচ।
বিসিবির সঙ্গে
লাল বলের (টেস্ট) চুক্তিতে নেই বলে টি২০ সিরিজ শেষে মুস্তাফিজ আইপিএলে যোগ দিতে পারবেন।
দিল্লির প্রথম ম্যাচ ১ এপ্রিল। তবে সংকট তৈরি হবে সাকিব ও লিটনকে নিয়ে। কেননা আয়ারল্যান্ডের
বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল, যা শেষ হওয়ার কথা রয়েছে ৮ এপ্রিল। সাকিব
টেস্ট অধিনায়ক, আর লিটন দলের নির্ভরযোগ্য ব্যাটার ও উইকেটকিপার। বিসিবি আগেই নিজেদের
অবস্থান পরিষ্কার করে দিয়ে বলেছেন, দেশের হয়ে খেলা শেষ করেই তবে আইপিএলে যেতে হবে।
চাইলেও এ সময় অনাপত্তিপত্র দেয়া হবে না। আজ কোচের মুখেও বিসিবির কথার প্রতি সমর্থন
ছিল।
আজ সংবাদ সম্মেলনে
হাথুরুর কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না। কোচ বললেন,
‘বোর্ডের সিদ্ধান্ত হলো, দেশের হয়ে আগে খেলতে হবে। তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে বোর্ড
তাদের এই বার্তাই দিয়েছে, এমনকি নিলামে তাদের নাম তোলার আগেও। সেটি আগের মতোই আছে।’
আইপিএলে খেলা
ও না খেলার বিষয় নিয়ে তিনি আরো বলেন, ‘হ্যাঁ, আইপিএল খেললে তাদের (ক্রিকেটারদের) স্কিলের
উন্নতি হয়, এটা নিশ্চিত। এটা নিয়ে সন্দেহ নেই, কারণ এটা শীর্ষমানের টুর্নামেন্ট। তবে
সব কিছুর আগে প্রাধান্য পাবে নিজ দেশের হয়ে খেলা।’
৮ এপ্রিল টেস্ট
শেষে আইপিএল খেলতে গেলেও টুর্নামেন্টের শেষ পর্যন্ত আবার থাকা হবে না সাকিব ও লিটনের।
কেননা মে মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষেই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের।
আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা, যা আইসিসির
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওই সিরিজে অংশ নিতে মে মাসের শুরুতেই আইপিএল ছেড়ে
চলে আসতে হবে দুই তারকাকে।