স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

প্রকাশ: মার্চ ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার (২৬ মার্চ) এক অভিনন্দনবার্তায় বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

ঢাকার রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সম্বোধন করে ভ্লাদিমির পুতিন বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ছুটির দিন— স্বাধীনতা দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখে দেশ দুটি জনগণের মূল স্বার্থ পূরণ করতে সক্ষম হবে। 

বার্তার শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন পুতিন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫