সাপ্তাহিক লেনদেনের শীর্ষে তথ্যপ্রযুক্তি খাত

প্রকাশ: মার্চ ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সার্বিকভাবে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমার পাশাপাশি অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। সাপ্তাহিক লেনদেনেও শীর্ষস্থান দখলে রয়েছে খাতটির। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।  

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে, ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে গত সপ্তাহে তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ২ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা জীবন বীমা খাতে এসেছে ১ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটর্ন। আর তৃতীয় অবস্থানে থাকা সাধারণ বীমা খাত থেকে গত সপ্তাহে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। 

এদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে থাকার পাশাপাশি গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৭ শতাংশই রয়েছে খাতটির দখলে। দ্বতীয় স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ। ১২ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জীবন বীমা খাত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫