ব্যাংক এশিয়া ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ ক্যাম্পেইন চালু

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

রেমিট্যান্স গ্রাহকদের জন্য যৌথ ক্যাম্পেইন চালু করেছে ব্যাংক এশিয়া লিমিটেড ও ওয়েস্টার্ন ইউনিয়ন। এ ক্যাম্পেইনের আওতায় ব্যাংক এশিয়ার রেমিট্যান্স গ্রাহকরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আসা নগদ রেমিট্যান্স উত্তোলনে প্রতিবার একটি করে উপহার পাবেন। সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ওয়েস্টার্ন ইউনিয়নের রিজিওনাল অপারেশন ম্যানেজার (সাউথ এশিয়া) শিহাব হাসান এশিয়া টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, উপব্যবস্থাপনা পরিচালক এসএম ইকবাল হোছাইন ও আলমগীর হোসেন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫