আকরিক লোহা

ভারতের রফতানি পাঁচ বছরের সর্বনিম্নে পৌঁছবে

প্রকাশ: মার্চ ২৪, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরে ভারতের আকরিক লোহা রফতানি ২৪ শতাংশ কমবে। এর মাধ্যমে ধাতুটির রফতানি হার দেশটির পাঁচ বছরের ইতিহাসে সর্বনিম্নে পৌঁছবে। খাতটির সঙ্গে সংশিষ্টরা সম্প্রতি এ কথা জানিয়েছেন। মূলত গত মে মাসে করারোপ করায় শিপমেন্ট উল্লেখযোগ্য হারে কমেছে। খবর রয়টার্স।

২০২২-২৩ অর্থবছরে ভারত দুই কোটি টন আকরিক লোহা রফতানি করবে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ২ কোটি ৬৩ লাখ টন। এখন পর্যন্ত চীনই আকরিক লোহার সবচেয়ে বড় ক্রেতা। ২০২২ সালের মে মাসে ভারত সরকার নিম্নমানের আকরিক লোহার ওপর ৫০ শতাংশ রফতানি কর ও জরিমানা আরোপ করেছে। স্থানীয় পর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এ উদ্যোগ।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ফেডারেশন অব ইন্ডিয়ান মিনারেল ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আর কে শর্মা জানান, গত বছরের নভেম্বরে রফতানি কর সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে ভারতীয় আকরিক লোহার চাহিদা বাড়ছে।

তিনি বলেন, ‘‌চীনের বাজারে চাহিদা ধীরে বাড়ছে, সেজন্য ফেব্রুয়ারি থেকে রফতানি হারও বাড়ছে। আর রফতানি শুধু চীনকেন্দ্রিক। যে লোহা রফতানি করা হচ্ছে তাও নিম্নমানের।’

২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) চীনের বাজারে ১ কোটি ৬ লাখ টন আকরিক লোহা রফতানি করেছে ভারত। আগের বছরের তুলনায় যা ৪৩ শতাংশ কম। সরকারি তথ্যানুযায়ী, আকরিক লোহা রফতানির ৮১ শতাংশই বেইজিংকেন্দ্রিক ছিল। ২০২২ সালের মার্চ নাগাদ ভারত থেকে ২ কোটি ১০ লাখ টন আকরিক লোহা ও কনক্রিট আমদানি করেছে চীন। সে হিসাবে ভারতের রফতানীকৃত ২ কোটি ৬২ লাখ টন আকরিক লোহার ৮০ শতাংশই কিনেছে দেশটি।

ভারতে অভ্যন্তরীণ পর্যায়ে যেসব কোম্পানি নিম্নমানের আকরিক লোহা উৎপাদন করে, তারা বিদেশের বাজারের ওপর বেশি নির্ভরশীল। কেননা দেশীয় ইস্পাত উৎপাদনকারীরা ভালো মানের আকরিক লোহা ব্যবহার করে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা ২০২২-২৩ অর্থবছরে আকরিক লোহা রফতানিতে ৫০ শতাংশ অবনমনের পূর্বাভাস দিয়েছে। মূলত গত বছরের মে মাসে আরোপিত রফতানি করের কারণে বিরূপ প্রভাব পড়েছে।

ওড়িশার খনিজ বিভাগের পরিচালক জি রাজেশ বলেন, ‘‌জুন-ডিসেম্বর পর্যন্ত সময় চলে গেছে। এ ছয় মাসে পুরো বছরের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। ফলে অর্থবছর শেষে রফতানি ৫০ শতাংশ কমবে।’

অন্যদিকে বিশ্ববাজারে টানা পঞ্চম মাসের মতো ডালিয়ান আকরিক লোহার দাম বেড়েছে। স্টিল তৈরির পেছনে ব্যবহৃত উপাদানের মূল্যবৃদ্ধি ও চীনে চাহিদা বেড়ে যাওয়া দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৯৩২ দশমিক ৫০ ইউয়ানে দাঁড়িয়েছে। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে ২ শতাংশের বেশি বেড়েছে। এদিকে সিঙ্গাপুরে স্টিল তৈরির উপকরণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ দশমিক ৫৫ ডলারে। ২১ ফেব্রুয়ারির পর থেকে মূল্যসূচকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের দাবি, চীনে নির্মাণ স্থাপনার ব্যস্ত মৌসুম চলছে বর্তমানে। ফলে চাহিদার বিপরীতে দাম বাড়ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫