২০২৩-২৪ বিপণন মৌসুমে থাইল্যান্ডে চাল উৎপাদন পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছার পূর্বাভাস মিলেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত ও আকর্ষণীয় মিলগেট দামের কারণে উৎপাদন নিয়ে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।
ইউএসডির প্রক্ষেপণ অনুযায়ী, থাইল্যান্ডে গত মৌসুমে ২ কোটি ২ লাখ টন চাল উৎপাদন হয়েছিল। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়াবে ২ কোটি ৪ লাখ টনে। অর্থাৎ গত মৌসুমের চেয়ে উৎপাদন বাড়বে ১ শতাংশ।
চলতি মৌসুমে সাদা ও সুগন্ধি চালের মিলগেট দামে বেড়েছে যথাক্রমে ১৮ ও ১৬ শতাংশ। এর ফলে কৃষকদের মাঝে আবাদ আগ্রহ বেড়েছে, যা রফতানি প্রবৃদ্ধিতেও আশা জাগাচ্ছে। থাই চালের রফতানি ২০২৩-২৪ মৌসুমে ২ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে মনে করছেন ইউএসডিএ। রফতানির পরিমাণ দাঁড়াবে ৮০ লাখ টনে।
এদিকে ইউএসডিএর প্রাক্কলন অনুযায়ী, থাইল্যান্ডের গম আমদানি চলতি মৌসুমে ২৭ লাখ টন স্পর্শ করবে। ২০২২-২৩ মৌসুমের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি পাবে আমদানি। দেশটিতে ক্রমশ গম থেকে উৎপাদিত খাবারের চাহিদা বেড়ে চলছে। বাড়ছে পশুখাদ্য হিসেবেও গমের ব্যবহার। ২০২৩-২৪ মৌসুমে কেবল ভাঙানো গম আমদানির পরিমাণই দাঁড়াবে ১৩ লাখ টনে, যা গত মৌসুমের চেয়ে ১৮ শতাংশ বেশি।