ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

প্রকাশ: মার্চ ২২, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি ঋণ দিতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যুদ্ধরত প্রথম কোন দেশ হিসেবে আইএমএফের ঋণ সহায়তা পাচ্ছে ইউক্রেন। খবর বিবিসি।

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি গতকাল জানায়, কিয়েভ ও আইএমএফের মধ্যে কর্মী পর্যায়ে সমঝোতা হয়েছে। চার বছর মেয়াদী সমণ্বিত ঋণ কর্মসূচির আওতায় ১ হাজার ৫৬০ কোটি ডলার পাবে ইউক্রেন। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া ও ইইউ সদস্যপদের দিকে যাত্রা এবং আর্থিক স্থিতিশীলতা আনতে ইউক্রেন সরকারকে সহায়তার অংশ হিসেবে এ ঋণ দিচ্ছে আইএমএফ।  

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমিহাল জানান, গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ ও সমষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে আইএমএফের ঋণ।

আইএমএফ বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাহী পর্যায়ে ঋণ অনুমোদন প্রক্রিয়া এগুবে। গত বছর ইউক্রেনের অর্থনীতি ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। চলতি বছরেও দেশটির অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে আশঙ্কা আইএমএফের।

কিয়েভ স্কুল অব ইকোনমিকস বলছে, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ইউক্রেনের অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি ডলারের। যা ২০২১ সালের জিডিপির প্রায় ৭০ শতাংশের সমান। আইএমএফ কর্মসূচি দুই ধাপে বিভক্ত। প্রথম ধাপের মেয়াদ এক বছর থেকে ১৮ মাস। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫