সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

প্রকাশ: মার্চ ২১, ২০২৩

বণিক বার্তা অনলাইন

সৌদি আরবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, সৌদি আরবের তামির মানমন্দির থেকে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে ২৩ মার্চ বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে।

ইসলামিক ক্যালেন্ডার সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়। কোন মাস কতদিনে হবে তা চাঁদের ওপর নির্ভর করে। এ জন্যই রমজান মাস শুরুর নির্দিষ্ট সময় নির্ধারণ করা যায় না।

সৌদির চাঁদ দেখা অনুসারে আফগানিস্তান, আর্মেনিয়া, অষ্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুরকিনা ফাসো, ডেনমার্ক, কুয়েত, সুদানসহ আরও অনেক দেশ একই দিন থেকে রোজা পালন শুরু করে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫