বিমানের প্রচারে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান

প্রকাশ: মার্চ ২১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ডিংয়ে যুক্ত হচ্ছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। সংস্থার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ও বিমানের পরিচালকরা।     


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫