পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ডিএসইর চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।
তথ্য অনুসারে, চলতি বছরের ২ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে শেয়ারটি। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭২ দশমিক ৬০ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৭৫ হাজার ৭৫ লাখ ৩৬ হাজার ২৬০টি শেয়ার লেনদেন হয়েছে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা।