বার্জার পেইন্টসের লেনদেন বন্ধ আজ

প্রকাশ: জুন ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। আগামীকাল থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিকভাবে চলবে। ডিএসইর সূত্রে তথ্য জানা গেছে।

৩১ মার্চ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বছরের ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বার্জার পেইন্টসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ২৬৬ কোটি ৯১ লাখ টাকার বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫