চাঁদ বিবি কিংবা চাঁদ সুলতানার কীর্তির বর্ণনায় কবি কাজী নজরুল ইসলাম শ্রেষ্ঠ কিছু উপমা ঢেলে দিয়েছেন:
চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কি যে শক্তিমতি।।
শেখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী
ধরিতে পারে যে উদ্ধত তরবারি।।