আবুল হাসান ইয়ামীন উদ্দীন খসরু মধ্যযুগে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত কবিদের একজন, সবচেয়ে বিখ্যাত বললেও অত্যুক্তি হয় না। তিনি আমীর খসরু বা আমীর খসরু দেহলভী নামে অধিক পরিচিত। সুলতানী যুগে তিনি মুসলমানদের দাপ্তরিক ভাষা ফার্সিসহ দিল্লি অঞ্চলের স্বদেশীয় হিন্দুস্তানি উপভাষা হিন্দভীতে…