পদ্মাসেতুর জন্য প্রস্তুত হচ্ছে রেলপথ | Padma Bridge Update

দ্বিতল পদ্মা সেতুর নিচতলা দিয়ে চলবে ট্রেন। তবে সেতুর ভেতরে এখনো রেললাইন বসানোর কাজ শুরু হয়নি। তবে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে এক কিলোমিটারের বেশি রেলপথ প্রস্তুত হয়েছে। যেটার ওপরে চলাচল করছে ‘গ্যাংকার’ ট্রেন। রেলপথটির বিভিন্ন অংশ পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার হয় এই ট্রেন। মঙ্গলবার রেলপথটি পরিদর্শনে গিয়েছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ঘুরে ঘুরে প্রকল্পের কাজের অগ্রগতি দেখেছেন মন্ত্রী। পদ্মাসেতুতে গাড়ি চলাচল শুরু হবে আগামী বছরের জুনে। প্রথম দিন থেকে রয়েছে ট্রেন চালানোর লক্ষ্য। সেই লক্ষ্যের পথে এগিয়ে ফুরিয়ে আসছে অপেক্ষার প্রহর। শুধু দক্ষিণাঞ্চলের মানুষ নয়, পদ্মা সেতুর ওপরে এখন চোখ পুরো দেশবাসীর। ==================== আরও দেখুন: স্বপ্নের পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: https://youtu.be/8kFATq_qSL4 দৃশ্যমান হল পুরোপুরি ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতু: https://youtu.be/PjGO0OBWXhw

আরও ভিডিও