বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

সীমান্তে গুলিবর্ষণের প্রতিবাদ বিজিবির

নিজস্ব প্রতিবেদক

ছবি : বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে ভারতের আগরতলা আইসিপিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্তে গুলিবর্ষণ ও সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন বিষয়ে আলোচনা করা হয়।

গতকাল ভারতের আগরতলা আইসিপির ল্যান্ড কাস্টমস কনফারেন্স হলে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়ন, ১৫০ ব্যাটালিয়ন, ১০৪ ব্যাটালিয়ন ও ৮১ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ এবং এ সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বারের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। অন্যদিকে বিএসএফ ৪২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমারের নেতৃত্বে ১৮ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন