পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার শুরু করেছে সুপারশপ স্বপ্ন। এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত আউটলেটে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন এবং স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান ও অপারেশনস ডিরেক্টর আবু নাছের।