এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। গতকাল এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান ১৭ সেপ্টেম্বর এ রিট করেন। এতে এস আলম গ্রুপ, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করার আবেদন জানান তিনি। এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞাও চান রিটকারী আইনজীবী।

রিটের শুনানিতে ২২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শাহীন আহমেদ আদালতকে জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর বিষয়ে তারা অনুসন্ধান শুরু করেছেন। হালনাগাদ তথ্য জানাতে তিনি সময়ের আবেদন জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করেন এবং ২৯ সেপ্টেম্বর তাকে হালনাগাদ তথ্য জানাতে বলেন। এর ধারাবাহিকতায় গতকাল রুলসহ আদেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে মো. রুকুনুজ্জামান নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

আওয়ামী লীগের শাসনামলে নানা সুযোগ-সুবিধা পায় চট্টগ্রামভিত্তিক এ শিল্পগোষ্ঠী। সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাওয়ার পর ১ লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়ার ঘটনা ঘটে। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে ব্যাংকগুলো মুক্ত হয়। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে টাকা আদায়ের কথা বলেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন