অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে —ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন, ‘গণ-আন্দোলনের মুখে রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মস্থল ছেড়ে যাওয়া পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার জন্য কয়েক দফা সময় দেয়া হয়েছে। এর পরও যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

গতকাল রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ক্র্যাব-ওয়ালটন ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের সংখ্যা খুবই নগণ্য। ডিএমপির বেশির ভাগ থানায় এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। অল্প কিছু থানার সংস্কারকাজ চলমান সেটাও দ্রুতই শেষ হয়ে যাবে। রাজধানীর আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ এরই মধ্যে নতুন করে কাজ শুরু করেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।’ 

তিনি আরো বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক, যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংঘটিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ শীর্ষ অপরাধীদের মধ্যে যারা একসময় মুক্তি পেয়েছেন তারা আবারো অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন