নাম প্রত্যাহার করলেই আইপিএলে দুই মৌসুম নিষিদ্ধ!

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্বল্প সময়ের নোটিশে কেউ নাম প্রত্যাহার করে নিলেই পরের দুই মৌসুমে নিষিদ্ধ করা হবে বলে নতুন নিয়ম করেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ কর্তৃপক্ষ।

 

অনেক খেলোয়াড় নিলামে দল পেলেও পরে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন। এতে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এখন নতুন নিয়ম করায় কোনো খেলোয়াড় আইপিএলে নাম নিবন্ধন করা কিংবা প্রত্যাহার করা নিয়ে ভাববেন।

 

তবে জানা গেছে, খেলোয়াড়টির ইনজুরি কিংবা মেডিকেল ইস্যুতে ছাড় পাবেন।

 

ইংল্যান্ডের গাস অ্যাটকিনস, মার্ক উড, ডেভিড উইলি ও হ্যারি ব্রুকরা প্রত্যেকেই এ বছর আইপিএল থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।

 

২০২৫ সালের আসরে প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড় ধরে রাখতে সমর্থ হবেন।

 

এবার খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পাবেন ৭ লাখ ৫০ হাজার রুপী করে।

 

অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। সর্বশেষ মৌসুমে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলভুক্ত করে কলকাতা নাইট রাইডার্স। এবার চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন