চারশর সম্ভাবনা জাগিয়ে তিনশ করল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ছবি: ইসিবি

ব্রিস্টলে আজ সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১০ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

 

অথচ এই ম্যাচে চারশ রানের সম্ভাবনা জাগিয়েছিল ইংলিশরা। ২৪.৫ ওভারে ২ উইকেটে ২০২ রান তুলে নেয় ইংল্যান্ড। যদিও পরের ২৪.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা।

 

এ ম্যাচে বেন ডাকেট ৯১ বলে ১০৭, হ্যারি ব্রুক ৫২ বলে ৭২ ও ফিল সল্ট ২৭ বলে ৪৫ রান করেন। তৃতীয় উইকেটে ৯৮ বলে ১৩২ রানের জুটি গড়েন ডাকেট ও ব্রুক। ট্রাভিস হেড ২৮ রানে ৪ উইকেট নিয়ে শেষ দিকে ইংলিশদের ক্ষতি করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও অ্যারন হার্ডি দুটি করে উইকেট নেন।

 

এই ম্যাচে অধিনায়ক হিসেবে কোনো দুই জাতির ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন ব্রুক। চলতি সিরিজে তিনি করেছেন মোট ৩১২ রান। ৩১০ রান নিয়ে আগের রেকর্ডটি ছিল ভারতের বিরাট কোহলির।

 

সিরিজের প্রথম দুটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নেয়ার পর টানা দুটি জিতেছে ইংল্যান্ড। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন