এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি কিনা, সন্দেহ ইফতেখারুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি কিনা, এমনটা সন্দেহ হচ্ছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, মানুষ তথ্য চাইলে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে যেত, আমরা এমন একটা সময় পার করেছি, যখন মানুষের অধিকার নিয়ে কথা বলাটা অপরাধ ছিল। সে সংস্থাগুলো অধিকারভিত্তিক কাজ করেছে, সুশাসনের জন্য কাজ করেছে, দুর্নীতি প্রতিরোধের জন্য কাজ করেছে, তাদের ফান্ড বন্ধ করে দেয়া হয়েছে। এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কার ফান্ড দেয়া হবে আর কার ফান্ড বন্ধ করা হবে এটা ছিল তথাকথিত সিকিউরিটিজ এজেন্সির হাতে। ‘তথাকথিত’ বলছি এ জন্য যে তারা বাস্তবে ‘ইনসিকিউরিটি’ এজেন্সি ছিল, বাস্তবে তারা মানুষের জন্য নিরাপত্তহীনতা সৃষ্টি করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন