নোনা ইলিশ শুঁটকি

ছবি: আজীম অনন

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তবে সাগর থেকে ফেরার পথে কিছু ইলিশ নরম হয়ে যায়। একশ্রেণীর ব্যবসায়ী অল্প দামে এ মাছ কিনে লবণ দিয়ে সংরক্ষণ করেন। যাকে বলা হয় নোনা ইলিশ শুঁটকি। নোনা ইলিশের কদর রয়েছে চট্টগ্রামবাসীর কাছে। নগরীর আছদগঞ্জ, খাতুনগঞ্জ শুঁটকি পল্লী, দক্ষিণ কাট্টলী ও ফিশারিঘাট এলাকায় গড়ে উঠেছে নোনা ইলিশের অন্তত অর্ধশত গুদাম। নোনা ইলিশ তৈরিতে এসব এলাকায় শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মৌসুমের তিন মাসে প্রায় কোটি টাকার নোনা ইলিশ বিক্রি হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন