কিংফিশার বারের সেপটিক ট্যাংকে পাওয়া গেল বিপুল পরিমাণ মদ

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের কিংফিশার বারে অভিযান চালিয়ে ভবনের নিচতলার একটি সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, জব্দ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ জানান, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উত্তরায় কিংফিশার বারে অভিযান চালানো হয়। অভিযানে ভবনের নিচতলার বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ জব্দ করা হয়।

অভিযানে মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন