দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ওয়ান ব্যাংক পিএলসির দুজন উদ্যোক্তা তাদের ঘোষিত শেয়ার বিক্রি করেছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা মো. তোফাজ্জল হোসেনের কাছে থাকা ৭ লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর বিদ্যমান বাজারমূল্যে এ শেয়ার বিক্রি করেন তিনি। ২৩ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন এ উদ্যোক্তা।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৬৬ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ২২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। 

ওয়ান ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা হেফাজাতুর রহমান তার কাছে থাকা ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ারের মধ্যে থেকে ১৪ লাখ ১১ হাজার ৭৪২টি শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর বর্তমান বাজারমূল্যে এ শেয়ার বিক্রি করেন তিনি। ১২ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন এ উদ্যোক্তা।

২০০৩ সালে শেয়ারবাজারে আসা ওয়ান ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৮৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯০০ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩১ দশমিক শূন্য ৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৩৫ দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৩ দশমিক ১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন