দুবাইয়ে রেকর্ড ৩ কোটি ৪০ লাখ ডলার দাম পেল ভিলা

ছবি : বণিক বার্তা

বসবাস অথবা ব্যবসা, সারা বিশ্বের ধনীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে দুবাইয়ের আবাসন খাত। ঝলমল শহরটিতে নতুন প্রকল্প উন্মোচন হতেই কেনার ধুম পড়ে যায়, আকাশছোঁয়া দাম দিতেও যেন কার্পণ্য নেই। সম্প্রতি জুমেরিয়া বে আইল্যান্ডে অব-প্লান বা নির্মাণাধীন একটি ভিলা ১২ হাজার ৫০০ কোটি আমিরাতি দিরহাম বা কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হয়েছে। সি মিরর প্রকল্পে মেট্রোপলিটন গ্রুপের সীমিতসংখ্যক বিশেষায়িত ভিলা রয়েছে, যার মধ্যে আলোচিত বাড়িটি বছরের অব-প্লান ভিলা বিভাগের সবচেয়ে বেশি দাম পেয়েছে। এমনকি কোম্পানির ইতিহাসে এটিই সবচেয়ে বড় লেনদেন। ১৫ হাজার বর্গফুটের ভিলাটিতে রয়েছে পাঁচটি থাকার ঘর, এটি ২০২৬ সালের শুরুতে হাতবদল হবে। বাড়িটি কিনেছেন এক ধনী ইউরোপীয়। তিনি বসবাস হোম অফিসের জন্য সুবিধাজনক বাড়ি খুঁজছিলেন। আর সংযুক্ত আরব আমিরাতে তার প্রথম বিনিয়োগ গড়ল দামের রেকর্ড। ভিলা বিক্রির সঙ্গে যুক্ত পেন্টহাউজের বিক্রি বিভাগের পরিচালক মারকুস অ্যান্ডারসনের মতে, দুবাইয়ের বিলাসী রিয়েল এস্টেটের বাজার যে শক্তিশালী অবস্থানে রয়েছে এটি তার প্রমাণ। কৌশলগত দৃষ্টিভঙ্গি উচ্চ মানের অবকাঠামোর কারণে দুবাই এখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ অব্যাহত রেখেছে। সি মিরর আবাসনে রয়েছে ১৮টি প্রাইভেট ভিলা, যেগুলা নকশা করেছেন স্থপতি জেকবসেন আর্কিটেটুরা স্টুডিও এমকে২৭, অভ্যন্তরীণ সজ্জায় আছেন প্যাট্রিসিয়া উরকিওলা। ভিলার কাছাকাছি রয়েছে বুলগারি রিসোর্ট, মেরিনা ইয়ট ক্লাবসহ বিশ্বমানের ইনডোর-আউটডোর পরিষেবা। পেন্টহাউজের কর্মকর্তা আন্তোনিও ক্যাভিগলিয়ার মতে, বিক্রির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গ্রাহকের চাহিদা বোঝা। শুরুতে ক্লায়েট অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী ছিলেন, পরে বিস্তারিত আলাপের পর তা প্রাইম লোকেশনের সি মিরর ভিলায় গিয়ে ঠেকে। খবর ছবি অ্যারাবিয়ান বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন