দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১১ জন। গোপালগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঢাকা ও ঝালকাঠিতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই বিশ্বাস উপজেলার রাতইল গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুরের সদরপুরে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা জানান, কানাই বিশ্বাস কর্মস্থল থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এসে মহাসড়ক থেকে লিংক রোডে প্রবেশের সময় খুলনাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা কানাই বিশ্বাসকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর: জেলার রাজেন্দ্রপুরে ডাম্প ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান। ওই যুবক পিকআপের হেলপার ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী: জেলার হাসনাবাদে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ সাতজন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুদ। গতকাল বিকালে হাসনাবাদ পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম: ট্রাকচাপায় আব্দুল মতিন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল মতিন অটোরিকশায় সদর উপজেলার সরকারি বীজ হিমাগারের কাছে পৌঁছান। এ সময় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সজীব মিয়া (২৫) সাদুল্যাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত শাহাদত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় অন্য একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বালিবোঝাই ট্রাকচালক সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জোসনা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে জুরাইন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগমের ছেলে পলাশ জানান, তার মা হাসনাবাদে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি: নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে।