ভালুকায় পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

বণিক বার্তা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সকালে এল এস্কোয়্যার লিমিটেড কারখানায় কাজে যোগদানের পর হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যা শ্রমিকরা তাদের হাসপাতালে নিয়ে যান।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানায় তিনটি সেকশনে wতন হাজার শ্রমিক কর্মরত। সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। একে একে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। 

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর জীবাণু বা গ্যাস্ট্রিকের কারণে এমনটা হতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন