নড়াইলে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদতবার্ষিকী। গতকাল নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।