ভুটানের মাঠে দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল সিরিজে শুভসূচনা
করল বাংলাদেশ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচে
১-০ গোলে জিতেছে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশকে জিতিয়েছেন শেখ মোরসালিন। আগামী রোববার
একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কাবরেরা।
এই ম্যাচে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারের কাছাকাছি থেকে রাকিব হোসেনের ক্রস
গ্লাভসে জমাতে পারেননি ভুটানের ধেনদুপ তিসেরাং। তার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল মোরসালিনের
গায়ে লেগে পোস্টের দিকে যাচ্ছিল। তখন মোরসালিন দ্রুত টোকায় বলটা জালে জড়িয়েছেন।
ভুটানের বিপক্ষে এটা মোরসালিনের দ্বিতীয় গোল এবং আন্তর্জাতিক
ফুটবলে পঞ্চম। গত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে তিনি গোল করেন।
এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে
বাংলাদেশ ১২টি ম্যাচে জয় পেল, বাকি দুই ম্যাচ ড্র হয়, একটিতে জিতেছে ভুটান। ২০১৬ সালে
ভুটানের মাঠে এশিয়ান কাপের বাছাইয়ে হেরেছে বাংলাদেশ।