বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ
জয়নুল বারী পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে তিনি অর্থ মন্ত্রণালয়ের
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী রোববার তার
পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
গত দুই দিন ধরেই জয়নুল বারী আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ
করছেন বলে গুঞ্জন চলছিল। গত ২০ আগস্ট একদল বিক্ষোভকারী কর্তৃক আইডিআরএ কার্যালয়ে হামলা
ও ভাংচুর করার পাশাপাশি রাত পর্যন্ত সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার
ঘটনা ঘটে। এরপর থেকেই তিনি অফিসে আসছিলেন না। গত বুধবার জয়নুল বারী অর্থ উপদেষ্টা ড.
সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি বণিক বার্তাকে জানিয়েছিলেন যে আইডিআরএর
চেয়ারম্যান পদে আর থাকবেন না। অবশেষে আজ বিকালে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে
আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল
কৃষ্ণ মন্ডল বণিক বার্তাকে বলেন, আইডিআরএ চেয়ারম্যান আজ বিকালে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
আগামী রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে আইডিআরএ চেয়ারম্যান
পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। সেখানে সাবেক দুই সচিবের নামও রয়েছে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে চেয়ারম্যান নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন তিন বছরের জন্য
আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটিতে যোগ দেয়ার
আগে জয়নুল বারী পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা
প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি
দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।