অগ্নিদগ্ধ
অলিম্পিক ম্যারাথন রানার রেবেকা চেপতেগেই মারা গেছেন। সাবেক প্রেমিকের দেয়া আগুণে পুড়ে
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিসিবি।
গত
রোববার সাবেক প্রেমিকের নৃশসংতার শিকার হন ৩৩ বছর বয়সী চেপতেগেই। তিনি সম্প্রতি প্যারিস
অলিম্পিকে নারীদের ম্যারাথনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাড়ি উগান্ডায় হলেও প্রতিবেশী
দেশ কেনিয়ায় তিনি অনুশীলন করতেন। সেখানেই ঘটনাটি ঘটে। আগুণে তার শরীরের প্রায় ৭০ শতাংশ
পুড়ে যায়।
উত্তর-পশ্চিম
কেনিয়ায় যে অঞ্চলে চেপতেগেই বসবাস করতেন সেখানকার প্রশাসন জানায়, দুই কন্যাকে নিয়ে
চার্চ থেকে ফেরার পর তাকে লক্ষ্য করে ঘরে আগুণ দেয়া হয়। তার বাবা জোসেফ চেপতেগেই জানান,
তিনি খুবই সাহায্যকারী কন্যাটিকে হারালেন। কেনিয়ান সরকারের প্রতি আহ্বান জানান, যেন
তার কন্যার হত্যাকারীর সঠিক বিচার হয়। তিনি বলেন, ‘আমরা পরিবারের জীবিকা উপার্জনকারীকে
হারালাম। জানি না তার ১২ ও ১৩ বছর বয়সী দুই কন্যার পড়াশোনা এখন কীভাবে এগোবে।’
উগান্ডার
অ্যাথলেট জেমস কিরবা বিবিসিকে জানান, চেপতেগেই দৌড়বিদদের আর্থিকভাবে সাহায্য করতেন।
তিনি বলেন, ‘তিনি (চেপতেগেই) অলিম্পিক থেকে ফিরে আমাকে ট্রেনিংয়ের জন্য একটি জুতা কিনে
দিয়েছেন। এভাবে আমাদের অনেককে সাহায্য করতেন। তিনি ছিলেন বোনের মতো।’
প্রশাসন
জানায়, একটি জমি নিয়ে সাবেক প্রেমিকের সঙ্গে তার ঝগড়া হয়। জন্মভূমি উগান্ডায় হলেও অনুশীলনের
সুবিধার জন্য তিনি কেনিয়ার অভিজাত অ্যাথলেটিকস ট্রেনিং সেন্টারের কাছাকাছি এলাকায় একটি
প্লট কিনে সেখানে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন।