দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ চলছে

বণিক বার্তা অনলাইন

ছবি: বণিক বার্তা

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্ণ হয়েছে আজ। দিনটি স্মরণীয় করতে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ চলছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের নিচ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয়। খবর বাসস।

রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যায়। এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হচ্ছে।

সারজিস আলম জানান, অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সংহতি ও স্মরণে সারা দেশে ছাত্র ও জনগণকে একত্রিত করাই এ কর্মসূচির লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন