সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিকল্প পণ্য ব্যবহারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

পরিবেশ দূষণ রোধে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে আজ (৫ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে প্লাস্টিকের ফাইল, ফোল্ডার, ব্যাগ ও পানির বোতলের পরিবর্তে কাগজ, কটন বা পাটের পণ্য ব্যবহার করতে হবে। এছাড়া প্লাস্টিকের ব্যানার, গ্লাস, কাপ ও অন্যান্য সামগ্রীর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

সচিবালয়সহ সব সরকারি দপ্তরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন