ঘুস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে নবনিযুক্ত ২৬ জন পুলিশ সুপারের উদ্দেশে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘুস ও চাঁদাবাজি বন্ধ করা গেলে
সমাজের অনিয়ম দূর হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। এতে একই সঙ্গে কৃষকরা
যেমন ন্যায্যমূল্য পাবে। আবার নিত্যপণ্যের দামও কমবে। ফলে সাধারণ মানুষ শান্তিতে
বসবাস করতে পারবে।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ করতে হবে। কোনো পুলিশ যদি এসব কাজে জড়িত প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।