পঞ্চগড়ে ঘুস নিতে গিয়ে জনতার হাতে আটক মাদক কর্মকর্তা

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

ছবি : বণিক বার্তা

পঞ্চগড়ে মাদক কারবারির বাড়িতে মাসোয়ারা নিতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। আটক কর্মকর্তার নাম সাজ্জাদ হোসেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পঞ্চগড় কার্যালযয়ের ওয়্যারলেস অপারেটর। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া গ্রামবাসীরা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে সাজ্জাদ হোসেনকে পঞ্চগড় সদর থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেনসহ মাদকদ্রব্য অফিসের কর্মকর্তারা প্রায় সময় দর্জিপাড়া এলাকার মাদক ব্যবসায়ীর বাড়িতে আসা-যাওয়া করছিলেন। মাদক কারবারীরা নিয়মিত ঘুস দিয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। গতকাল রাতে মাদক ব্যবসায়ী আনারুলের বাড়িতে ঘুস নিতে আসেন সাজ্জাদ হোসেন। আনারুলের বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলসহ সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেনসহ সেনা সদস্যরা এসে সাজ্জাদ হোসেনকে আটক করে থানায় নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির জানান, সাজ্জাদ হোসেন আটকের খবর পেয়েছি। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মুচলেকা দিয়ে সাজ্জাদকে মুক্ত করেছে। তবে আটকের ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বিক্ষুব্ধ জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর সাজ্জাদ হোসেনকে আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহযোগীতায় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের কর্মকর্তারা থানায় এসে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন