কয়েক সপ্তাহ কমতির দিকে থাকা সবজির বাজার
হঠাৎ বাড়তির দিকে। বেড়েছে রসুন ও আদার দামও। ব্যবসায়ীরা বলছেন বন্যা ও বৃষ্টির প্রভাবে
বাড়তির দিকে বাজার দর।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বাজারে প্রতি কেজি
আলু বিক্রি হয়েছে ৫০ টাকায়। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা, দেশী পেঁয়াজ ১১০ টাকা,
ভারতীয় রসুন ২২০ টাকা, দেশী রসুন ২৩০, ভারতীয় আদা ২৩০ টাকা এবং দেশী আদা ২৫০ টাকা দরে
বিক্রি হয়েছে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাকরোল
৬০, পেঁপে ৩০, পটল ৪০, মিষ্টি কুমড়া ২৫, শশা ৮০, ঢেড়শ ৪০, লম্বা বেগুন ৬০, মুলা ৪০,
চিচিঙ্গা ৪০, কচুর মুখী ৫০, বরবটি ৬০ ও করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জাকির
হোসেন বণিক বার্তাকে বলেন, গত কয়েক সপ্তাহ সবজির দাম কম ছিল। এখন কিছু কিছু সবজির দাম
বাড়তির দিকে। বৃষ্টি বাড়তে থাকলে বাজার দর আরো বাড়তে পারে।
আজ বাজারে গোল বেগুন ৮০ টাকা, বিট ১০০ টাকা,
টমেটো ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, সবুজ ক্যাপসিকাম ২২০ টাকা, লাল ও হলুদ ক্যাপসিকাম ৩০০
টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতি হালি কাচকলা ২০ টাকা এবং এলাচি লেবু
২০ টাকা, কলম্বো লেবু ২০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। প্রতিপিস মাঝারি সাইজের লাউ বিক্রি
হচ্ছে ৫০ টাকায়।