চট্টগ্রামে একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি প্রাডো
মডেলের গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর জামালখান এলাকার স্যানমার
স্প্রিং গার্ডেন নামের একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির
নম্বর চট্ট-মেট্রো ঘ-১১-৫৩৪৪।
জানা গেছে, যে ভবন থেকে গাড়িটি জব্দ করা হয় সেটির একটি ফ্ল্যাটে থাকেন কোতোয়ালি শাখা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, নগরীর চেরাগী
পাহাড় মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের নিচে পার্কিং করে রাখা অবস্থায় প্রাডো মডেলের
গাড়িটি জব্দ করা হয়েছে। এটি শিল্প গ্রুপ এস আলমের বলে আমরা ধারণা করছি।
তবে বিএনপি নেতা মনজুরুল আলম চৌধুরী দাবি, গাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, এই ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ বিএনপির তিন শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।