দেশের দুর্দিনে অন্তবর্তী সরকার পাশে আছে— ধর্ম উপদেষ্টা

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি— বণিক বার্তা।

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলছেন, দেশের দুর্দিনে অন্তবর্তী সরকার পাশে আছে এবং থাকবে। এছাড়া দুর্যোগে আলেম ওলামারাও জনগণের পাশে আছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় ত্রাণ বিতরণ করার সময় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আমরা লক্ষ করছি ফেনীতে বেসরকারি উদ্যোগে ১ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ হচ্ছে। সেখানে সরকারি উদ্যোগে কাজ চলছে।

এ সময় চলমান বন্যা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের আশার কথাও বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদারসহ আরো অনেকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন