নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৮১ জনের প্রাণহানির খবর

বণিক বার্তা অনলাইন

ছবি— মেড আফ্রিকা।

আফ্রিকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় অন্তত ৮১ জনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদমাধ্যম। স্থানীয় সংবাদমাধ্যম মেড আফ্রিকা টাইমসের বুধবারের (৪ সেপ্টেম্বর) খবরে জানানো হয়, রোববারের ওই হামলার পর এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল করিম দুঙ্গুসের বরাতে সংবাদমাধ্যমে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় ১৫০ জন সন্ত্রাসী। রাইফেল, আরপিজেতে (রকেট প্রোপেলড গ্রেনেড) সজ্জিত হয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেলে চেপে তারা এসেছিল।

নির্বিচারে গুলি চালিয়ে লোকজনকে হত্যার পাশপাশি লুটপাটসহ বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। পুলিশের এই মুখপাত্র আরো বলেন, এখন পর্যন্ত ৮০ জনের নাম জানতে পেরেছেন তারা। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, কয়েকদিন আগে মাফা এলাকায় বোকো হারামের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিশোধ নিতেই গ্রামটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে। এছাড়া দেশটির সেনাবাহিনীর কাছে বোকো হারামের বিষয়ে তথ্য দেয়ার অভিযোগ তুলেও গ্রামবাসীর ওপর হামলা করা হয়ে থাকতে পারে বলে ধারণার কথা জানানো হয়েছে সংবাদমাধ্যমে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন