আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

ছবি : বিজ্ঞপ্তি থেকে

আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করাসহ জনস্বার্থে নতুন পর্ষদ গঠন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

পুনর্গঠিত পর্ষদে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সাজ্জাদ জহির ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজী মো. মাহবুব কাশেমকে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে। এছাড়া সরকার মনোনীত প্রতিনিধি পরিচালক হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মুহাম্মদ মনজুরুল হক।

প্রসঙ্গত, দেশের ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হলো আইএফআইসি ব্যাংক। আরো পাঁচ-ছয়টি ব্যাংকের পর্ষদ দ্রুতই ভেঙে দেয়া হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন