ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির (এফএসআইবি) নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা দি এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেছেন। এছাড়া সরদার প্যাটেল অ্যাওয়ার্ড-২০১৬, ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০১৩, রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছেন।
মোহাম্মদ আবদুল মান্নান দেশ-বিদেশে বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল করফারেন্স অব আইডিবি গ্রুপ (২০১০-১২, ২০১৬), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-২০১৩, ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ড-২০১৩, ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম-২০১৪ ও ফ্লেমিং গালফ এফজেডই-২০১০। এছাড়া তিনি আইডিবি, ব্যাংক নেগারা, আইএফএসবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেছেন।
আবদুল মান্নান যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ক্যাম্ব্রিজের সিইও লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক ডিএমডি মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, এফসিএমএ ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. রাগিব আহসান, এফসিএ। —বিজ্ঞপ্তি