ইন্দো-চীন যুদ্ধে ফারহান আখতার

ফিচার ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ফারহান আখতার ‘ডন থ্রি’ নির্মাণ করবেন এমনই কথা ছিল। কিন্তু নানা কারণে সিনেমাটি নির্মাণে দেরি হচ্ছে। এর মধ্যে ছিল আবার ‘জি লে জারা’। কিন্তু সেটিও পিছিয়ে যাচ্ছে। এ সময় তাই তিনি ভাবছেন নতুন সিনেমা নিয়ে। তবে পরিচালনা নয়, অভিনয় করছেন ফারহান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘১২০ বাহাদুর’। এতে একজন সৈনিকের চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল ফারহান আখতার তার ইনস্টাগ্রামে এ নিয়ে একটি পোস্ট করেছেন।

সিনেমাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। তারা জানাচ্ছে, সিনেমার জন্য এরই মধ্যে শুটিং শুরু করেছেন ফারহান আখতার। অভিনেতার মতে, এ সিনেমা সাহস ও পরার্থের জন্য ত্যাগ নিয়ে নির্মিত।

১২০ বাহাদুরের একটি মোশন পোস্টার শেয়ার করেছেন ফারহান। এর সঙ্গে লিখেছেন, ‘তারা যা অর্জন করেছেন, তা কখনো ভোলার মতো নয়। আমরা ভুলব না। মেজর সৈতান সিং পিভিসির গল্পটা নিয়ে আসা একটা সম্মানের বিষয়। তিনি ছিলেন ১২ কুমায়ূন রেজিমেন্টের চার্লি কোম্পানির সেনা।’

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধ খুবই আলোচিত বিষয়। ভারত ও ভারতীয় উপমহাদেশের জন্য এ যুদ্ধ গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে সম্পর্কই বদলে গিয়েছিল এ কারণে। এর মধ্যে ওই বছর ১৮ নভেম্বর ঘটেছিল রেজাং লার যুদ্ধ। সেখানেই ছিলেন মেজর সৈতান সিং। প্রায় ভুলে যাওয়া এক আর্মি অফিসারের বীরত্বের গাথা তুলে ধরা হবে এ সিনেমার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন রাজনীশ ‘রাজী’ ঘাই। ভারতে, বিশেষত বলিউডে পুরনো গল্প ও দেশপ্রেমের গল্প নিয়ে ইদানীং আবার সিনেমা নির্মাণের হিড়িক দেখা যাচ্ছে। সে দলে যোগ দিল এক্সেল এন্টারটেইনমেন্টও।

সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন