কাল শুরু হচ্ছে ‘মহাকালের যাত্রা’

ফিচার প্রতিবেদক

ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা

আলিয়ঁস ফ্রঁসেজে সদ্য শেষ হলো ‘বিয়ন্ড দ্য গেজ’। এবার শুরু হচ্ছে শিল্পী মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী ‘মহাকালের যাত্রা’। আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়। চলবে ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মাসুদুর রহমান ড্রইং করতে পছন্দ করেন। ড্রয়িংকে তিনি মহাজাগতিক যাত্রা হিসেবে দেখেন, যেখানে রেখাগুলো তার মহাকাশযান হিসেবে কাজ করে।  মাসুদুর রহমানের নিজের ভাষায়, ‘মহাকাল ও মহাশূন্যতার যে বোধ মানুষের মনে সদা জাগ্রত সে বোধই তার সৃষ্টি, প্রেম ও জীবনে এক অতল গভীরতা দান করে। মূলত এ অনন্ত শূন্যতাই আমাদের মৌলিক রূপ। আমি সে শূন্যতার ভেতর থেকে একবার আকারে আর একবার নিরাকারে রচিত হই। এ আকার আর নিরাকারের যুগল রূপই জীবন। ঠিক এভাবেই আমার শিল্প রচনা মূর্ততা ও বিমূর্ততায় ব্যাপ্ত অভিব্যক্তি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন