অমর কৌশিক নির্মিত সিনেমা স্ত্রী টু। সিনেমাটি এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড করেছে। ভারতীয় হরর সিনেমার মধ্যে এটি প্রথম ৭০০ কোটি রুপি আয় করেছে। এছাড়া কয়েক বছর ধরে বলিউডে চলছে অ্যাকশন সিনেমার রমরমা অবস্থা। নন-অ্যাকশন সিনেমার মধ্যে এ বছর স্ত্রী টু প্রথম আয় করেছে ৫০০ কোটি রুপি।