চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার হিলভিউ হাউজিং
সোসাইটি এফএমসি ডকইয়ার্ড অফিসে হামলা করে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়াসহ বিভিন্ন
অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তার স্ত্রী, ভাই ও ব্যক্তিগত সহকারীসহ
৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি
করেন এফএমসি গ্রুপের হেড ক্লার্ক ফিরোজ আহমদ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছাড়া মামলার অন্য
আসামিরা হলেন, হাছান মাহমুদের স্ত্রী নূরেন ফাতেমা, ভাই খালেদ মাহমুদ, এরশাদ মাহমুদ,
ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ, হাছান মাহমুদের স্ত্রীর ব্যবসায়ীক প্রতিষ্ঠান দি
বিসমিল্লাহ মেরিন সার্ভিসেসের জেনারেল ম্যানেজার সৈয়দ নূর উদ্দিন ও হিসাব বিভাগের প্রধান
মোহাম্মদ এরাদুল হক।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সন্তোষ কুমার চাকমা বলেন, মঙ্গলবার রাতে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত
কাজ চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দি বিসমিল্লাহ
মেরিন সার্ভিসের মালিক ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরেন ফাতেমা এফএমসি ডকইয়ার্ডের
দুটি কন্টেইনার ও ফিশিং জাহাজ নির্মাণের চুক্তি করেন। কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করে
টাকা পরিশোধ না করে এফএমসির চেয়ারম্যানের সঙ্গে আসামিরা বিরোধ সৃষ্টি করে। পরে তারা
২০২১ সালের ৭ মার্চ এফএমএসি ডকইয়ার্ডের নিরাপত্তারক্ষী ও অফিসের কর্মচারী-কর্মকর্তাদের
মারধর এবং এফএমসির চেয়ারম্যান ইয়াছিন চৌধুরীর কক্ষে গিয়ে অস্ত্রের মুখে অলিখিত স্ট্যাম্প
ও এফএমসির ডকইয়ার্ডের অলিখিত লেটার প্যাডে স্বাক্ষর নেয়া হয়।