চীনা সরকারের এজেন্ট হিসেবে অভিযুক্ত নিউইয়র্কের গভর্নরের সাবেক সহযোগী

বণিক বার্তা অনলাইন

ছবি: দ্য টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সাবেক শীর্ষ সহকারী লিন্ডা সানের বিরুদ্ধে চীন সরকারের পক্ষে বেআইনি রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা হয়েছে।মূলত চীনা সরকারের এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন লিন্ডা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রিয়ন পিস মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)  এই তথ্য জানান। খবর সিএনএন।

সান এবং তার স্বামী ক্রিস হু'কে বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি, এবং ভিসা জালিয়াতি।

গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে  জানায়, ফেডারেল তদন্তকারীরা জুলাই মাসে তাদের বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগে বলা হয়, সান চীনা সরকারের এজেন্ট হিসাবে কাজ করেছেন এবং তার স্বামী হু ব্যক্তিগত লাভের জন্য কোটি কোটি ডলার পাচার  করেছেন।

তারা উভয়ে মঙ্গলবার সকালে তাদের লং আইল্যান্ডের  বাসভবন থেকে গ্রেফতার হন এবং পরে আদালতে উপস্থিত হয়ে সকল অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।

প্রায় বছর আগে গভর্নর হোচুলের অফিস থেকে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা কর্তৃপক্ষকে জানানো হয় এবং এর পরপরই লিন্ডা সানকে বরখাস্ত করা হয়।

সান এবং হু এখন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের লঙ্ঘন, ভিসা প্রতারণা, জন অবৈধ অভিবাসী আনা এবং মানি লন্ডারিং ষড়যন্ত্রের অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রসিকিউটররা বলেন, সান চীনা সরকারের গোপন এজেন্ট  হিসেবে কাজ করতেন। যেখানে তার স্বামী ব্যক্তিগত লাভের জন্য মিলিয়ন ডলার ঘুষের লেনদেন পরিচালনা করতেন।

অভিযোগ অনুযায়ী, তিনি নিউ ইয়র্কের কর্মকর্তাদের সাথে তাইওয়ানের প্রতিনিধিদের কথোপকথন বাধাগ্রস্ত করেছেন। অন্যদিকে চীনা কর্মকর্তাদের জন্য আমন্ত্রণপত্র পাঠানোসহ চীনা কর্মকর্তাকে একটি বেসরকারি সরকারী কনফারেন্স কলে যোগ দেয়ার সুযোগ করে দিয়েছেন।

এফবিআইয়ের সহকারী পরিচালক ক্রিস্টি কার্টিস বলেন, সান তার পদ ব্যবহার করে চীনের এজেন্ডা প্রচারের চেষ্টা করেছেন, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর বিনিময়ে সান মিলিয়ন ডলারের পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে বিশেষ খাবার এবং অন্যান্য সুবিধা।

অভিযোগে আরো বলা হয়, তারা হাওয়াই এবং নিউ ইয়র্কে সম্পত্তি কেনার জন্য প্রচুর অর্থ লন্ডারিং করেছেন। আদালতে সানকে চীনের কনস্যুলেটের সাথে কোন যোগাযোগ না করার নির্দেশ দেয়া হয়েছে এবং উভয়কে বিশেষ এলাকায় সীমিত ভ্রমণের আদেশ দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সানের অপরাধকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন