৭ অক্টোবরের হামলা

সিনাওয়ারসহ হামাস নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

বণিক বার্তা অনলাইন

হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার। ছবি- বিবিসি

হামাস প্রধান ইয়াহইয়া সিনাওয়ারসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির কয়েকজন নেতার বিরুদ্ধে ৭ অক্টোবর ইসরায়েলে সংঘটিত প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ছয়জন হামাস সদস্যের বিরুদ্ধে সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগ। খবর বিবিসি।

অভিযুক্ত অন্যান্য হামাস নেতাদের মধ্যে আছেন—প্রাক্তন হামাস প্রধান ইসমাইল হানিয়া, সংগঠনের সশস্ত্র শাখার উপনেতা মারওয়ান ইসা, গাজা এবং পশ্চিম তীরের বাইরে গ্রুপটির নেতা খালেদ মাশাল, মোহাম্মদ দাইফ এবং আলী বারাকা।

৭ অক্টোবরের হামলার প্রধান দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার এটিই প্রথম পদক্ষেপ। যদিও অভিযুক্তদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং সিনওয়ার গাজায় ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক ভিডিও বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, অভিযুক্তরা মার্কিন নাগরিকদের হত্যা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করার জন্য কয়েক দশকের দীর্ঘ প্রচারাভিযানে অর্থায়ন এবং পরিচালনার জন্য দায়ী।

তিনি উল্লেখ করেন যে, হামাস ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ করেছিল। তখন বেশ কিছু পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। হলোকাস্টের পর ইহুদিদের ওপর সেই হামলাকে সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ড বলে অভিহিত করেন গারল্যান্ড।

বিচার বিভাগের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সকল অভিযুক্তরা হয় মৃত নয়তো পলাতক। ইসরায়েলের দাবি, গত কয়েক মাসে তাদের হামলায় হানিয়া, ইসা এবং দাইফ নিহত হয়েছেন।

মার্কিন-ইসরায়েলি বন্দি হার্শ গোল্ডবার্গ-পোলিন (২৩) এবং ৭ অক্টোবরের হামলায় নিহত ৪২ জন আমেরিকান নাগরিকসহ ১০ জন বন্দি সম্পর্কে মঙ্গলবারের বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা হার্শের হত্যার তদন্ত করছি এবং মার্কিন নাগরিকদের হত্যার জন্য হামাসের প্রতিটি কাজকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে বিবেচনা করছি।

দোষী সাব্যস্ত হলে, অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন