ওপার বাংলায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ঢালিউডের অনেক অভিনয়শিল্পী। অভিনয় দক্ষতায় বাংলাদেশী শিল্পীদের কদরও বেড়েছে বহু আগেই। যৌথ প্রযোজনায় সিনেমাও হয়েছে অনেক। এর মধ্যে কলকাতায় সফলতার দৌড়ে এগিয়ে নায়করাজ রাজ্জাক, শাবানা, ববিতা, আলমগীর, চম্পা। এছাড়া সাকিব খান, ফেরদৈাস, চঞ্চল ছাড়াও আরো অনেক বাংলাদেশী শিল্পী টালিউড কাঁপিয়েছেন। এবার তাদেরই পথ ধরে টালিউডে নাম লেখাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। কাজী নজরুল ইসলামের বায়োপিক দিয়ে টালিউডে যাত্রা শুরু হচ্ছে তার।
কাজী নজরুল ইসলামের বায়োপিকটি বানাবেন আবদুল আলিম। এ সিনেমা দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসবেন। সিনেমার নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। সিনেমাটিতে নজরুলের জীবনের নানা দিক তুলে ধরা হবে, থাকবে জানা-অজানা অনেক কথা। এতে কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। এরই মধ্যে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন অভিনেত্রী।
নতুন এ সিনেমা নিয়ে স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর হবে পাকা কথা।
কাজী নজরুল ইসলামের বায়োপিকটি প্রযোজনা করছে জেবি প্রডাকশন। নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। এরই মধ্যে সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। কবি নজরুলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেন, ‘বায়োপিকটিতে থাকবে কাজী নজরুলের জীবনের উত্থান-পতনের গল্প। এর জন্য মানসিকভাবেও প্রস্তুতি চলছে। তার জীবনীসংক্রান্ত কিছু বই পড়া শুরু করেছি। এমন একটি চরিত্রে পরিচালক যে আমাকে পছন্দ করেছেন, সে জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এত বড় দায়িত্ব তিনি আমায় দিয়েছেন, সেজন্য সত্যিই কৃতজ্ঞ। এখন পরিচালক যেভাবে বলবেন, আমি সেভাবেই প্রস্তুতি নেব।’