ভেনিসে পিট-ক্লুনির যুগলবন্দি ও আরো কিছু ঘটনা

ফিচার ডেস্ক

ছবি: পিপল

চলছে ভেনিস চলচ্চিত্র উৎসব। এ আসরে অংশ নিলেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। হলিউডের অ্যাকশন আমলের জনপ্রিয় অভিনেতা তারা। রোমান্টিক সিনেমায়ও তাদের জুড়ি নেই। এ দুই অভিনেতা এ বছর অভিনয় করেছেন ‘ওল্ফ’ নামের সিনেমায়। সে সিনেমা নিয়েই ভেনিসে গেছেন দুই তারকা। হেঁটেছেন লাল গালিচায়। হলিউডের চিরাচরিত, চিরচেনা এনার্জি যেন তারা আবার ফিরিয়ে আনলেন। দুজনকে দেখে অনেকেরই সে কথা মনে হয়েছে।

এবারের ভেনিস-আসরে দর্শকের অন্যতম আগ্রহের কেন্দ্র ছিলেন পিট ও ক্লুনি। তারা হতাশ করেননি। দুজনই লাল গালিচায় বন্ধুসুলভ খুনসুটি করেছেন। সেই সঙ্গে ছিল সাজানো এক ধরনের সংঘাত। দর্শক তা উপভোগ করেছেন ভেনিসে এবং সেখান থেকে দূরে। দুই তারকার লাল গালিচার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়িয়েছে।

তবে এর সঙ্গে একটি কথাকে গুজব বলেও উড়িয়ে দিয়েছেন ক্লুনি। বলা হচ্ছিল এ সিনেমায় অভিনয়ের জন্য তারা সাড়ে ৩ কোটি ডলার পারিশ্রমিক নিয়েছেন। ক্লুনি মজা করে বলেন, ‘যারাই এ কথা বলেছেন, আমি জানাতে চাই উল্লেখিত পরিমাণের তুলনায় আমাদের পারিশ্রমিক মিলিয়ন মিলিয়ন ডলার কমই ছিল।’ 

এ কথা পরিষ্কার করার কারণও জানিয়েছেন ক্লুনি। তিনি বলেন, ‘এ কথা প্রকাশ করছি, কেননা এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। এসব গুজব চলতে থাকলে একসময় সিনেমা নির্মাণই অসম্ভব হয়ে উঠবে।’

এবারের ভেনিসকে ঘটনাবহুলই বলা যায়। বেশকিছু সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সিনেমার সঙ্গে আলোচিত হচ্ছেন এর নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরাও। যেমন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার নির্মাণ করেছেন ‘দ্য রুম নেক্সট ডোর’। সিনেমাটি ১৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টিল্ডা সুইটন ও জুলিয়েন মুর।

‘দ্য পিয়ানিস্ট’ দিয়েই বেশি পরিচিত এড্রিয়ান ব্রডি। ভেনিসে প্রিমিয়ার হয়েছে তার নতুন সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’। নির্মাণ করেছেন ব্র্যাডি করবেট। এ সিনেমা প্রদর্শনের পর ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। স্বাভাবিকভাবেই এতে আপ্লুত হয়েছেন ব্রডি। একটি প্রতিবেদন জানায় তিনি বার বার চোখ মুছছিলেন।

সূত্র: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন